অপরাজনীতির বলি তরুন সংবাদকর্মী বোরহান উদ্দিন মুজাক্কির।

নিউজ ডেস্ক।।
.
ভাষার মাসে নোয়াখালীর কোম্পানি গঞ্জের অপরাজনীতির বলি তুরুন সংবাদকর্মী বোরহান উদ্দিন মুজাক্কির। গুলিবিদ্ধ হওয়ার ২৪ ঘন্টা পর মৃত্যুর কাছে হার মেনে না ফেরার দেশ চলে গেল সহকর্মী মুজাক্কির। এই মৃত্যুর জন্য দায়ী কে? সূত্রে জানা যায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে পৌর মেয়র কাদের মির্জার ডাকা হরতালে শনিবার কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। হরতালের সমর্থনে বের হওয়া মিছিল এবং বসুরহাট বাজারে পিকেটিংয়ের ধাওয়া ও লাঠিচার্জ করে পুলিশ এতে ৩০ জন আহত হয়। উপজেলার চাপরাশির হাট বাজারে শুক্রবার বিকেলে কাদের মির্জা ও বাদল সমর্থকদের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির অনলাইন পোর্টাল বার্তা বাজার-এর স্থানীয় প্রতিনিধি। তার অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দিবাগত রাতে সাংবাদিক মুজাক্কির শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। চোখের সামনে থেকে তরতাজা এই মানুষটি চির দিনের জন্য চলে যাবে কখনো ভাবেনি কেউ। আজ সাংবাদিক মুজাক্কিরের খুনিদের বিচার দাবি করে মানব বন্ধন করেছে সকল সাংবাদিক সংগঠন ।