আসসালামু আলাইকুম। রমজান মোবারাক।
আমার নাম জোহরান মামদানী, আমি একজন আবাসন উপদেষ্টা। আমি একজন মুসলিম এবং নির্বাচনে অংশগ্রহন করছি।
কারন আবাদের আবাসন গুলো সামর্থ্যের বাহিরে, আমাদেরকে সমাজে উপেক্ষিত করা হয় এর একমাত্র সমাধান হলো সাহসী নেতৃত্ব,
যা দায়বদ্ধ স্থিতাবস্থাকে দাবি করে।
রমজান আমাদের বন্ধু বান্ধব এবং অপরিচিতদের একসাথে দাঁড়াতে শেখায় এবং এই প্রচারটি একই সংহতিতে নির্মিত আর এজন্যই, সকলের ইফতারির জন্য
আমরা আমাদের মসজিদ গুলোর সাথে অংশীদারি করেছি।
আমরা একত্রে এমন একটি নিউইয়র্ক গড়বো যা আমাদের কাউকে পিছনে ফেলে রেখে যাবে না।
প্রচারেঃ মোঃ জাবেদ উদ্দিন।
কমিউনিটি অ্যাক্টিভিস্ট।