উত্তর আমেরিকা অফিস
কুইন্স বোরো অফিসের সহযোগিতায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্তৃক দুস্থ একশ পরিবারের মাঝে গ্রোসারি সামগ্রী বিতরন করা হয়। এটি ৫ তম ত্রান বিতরন কর্মসুচী । ২০ জুলাই এস্টোরিয়ার ৩৬ এভিনিউ এলাকায় এ ত্রান বিতরনে নেতৃত্ব দেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, এরশাদুল আমিন, এসেসিয়েশনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিষ্ট সালেহ চৌধুরী, উপদেষ্টা কাদের খান, ওয়েলফেয়ার সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, কোষাদক্ষ এমদাদ তরফদার, প্রচার সম্পাদক রাজু খান, সদস্য সামছুল ইসলাম, মোঃ আলি।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মিজানুর রহমান চৌধুরি শেফাজ, এটর্নী মঈন চৌধুরি , আবু তালেব চৌ: চান্দু।
বিতরন অনুষ্ঠানে সেচ্চায় শ্রম সেবা দান করেন জুলিয়া ফরমেন, এস্টোরিয়া মিউচুয়াল নেটওয়ার্ক এইড এর মরিয়ম শাহাত। গোওসিলিন টেলার, চলে সিবার্ট,
কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামছুদ্দিন , কাজী তোহফায়েল ইসলাম, মাহফুজুল ইসলাম ভূঁইয়া, জাহেদ আহমেদ, এমডি মাহমুদুল হাসান, শিল্পী গাজি জুয়েল। শমশের আলী।
ত্রান বিতরনে একশ পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় গ্রোসারি সামগ্রী ও দুই হাজার মাস্ক বিতরন করা হয়।
উল্লেখ্য, এস্টোরিয়া ওয়েলফার সোসাইটির উদ্যোগে গত কয়েকদিন আগেও আড়াইশ পরিবারের মাঝে গ্রোসারি সামগ্রী বিতরন করা হয়েছিল।
ওয়েলফেয়ার সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন জানান, করোনায় অসহায় মানুষের জন্য আমরা কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন । তিনি এ সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
