মোঃ দিদারুল ইসলাম বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব বজায় রাখা সহ সরকারী নিয়ম কানুন মেনে চলার অনুরোধ জানান বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার পংকজ রায় পিপিএম।
তিনি বলেন মানুষের সুরক্ষায় হাসিমুখে জীবনের ঝুঁকি নিচ্ছেন পুলিশ সদস্যগণ, ২ লক্ষাধিক পুশিশ সদস্য মাঠে থেকে করোনা বিস্তাররোধে কাজ করছেন।
বাগেরহাট জেলা পুলিশের সেবা সমূহঃ
* যে কোন সমাবেশ ও লোক সমাগমে অপরাধ দমন ও আইনী ব্যবস্থা গ্রহণ।
* মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যিক খাদ্য শুদ্ধ ও অন্যান্য দ্রব্য সাময়িক মূল্য নিয়ন্ত্রণ।
* মজুতদারী ও কালো বাজারী রোধ।
* সরকারী ত্রাণ ওটিসিবির পণ্য বিত্ররণে অনিয়মে কঠোর ব্যবস্থা গ্রহণ।
সামাজিক দূরত্ব বাস্তবায়নে খোলা স্থানে বাজার স্থানান্তর, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব উদ্যেগে খাদ্য সহায়তা পৌছে দেয়া, ধান কাটার শ্রমিক প্রেরণ, অসুস্থ রুগীকে হাস পাতালে পৌছে দেয়া ও চিকিৎসা পেতে মানুষকে সহায়তা করা।
পথের পাশে পড়ে থাকা করোনা রুগী বা মৃত ব্যক্তির পাশে যখন আর কেউ নেই তখন জীবনের ঝুঁকি নিয়ে যথাযর্থ সম্মানের সাথে লাশ দাফন করা সহ বিভিন্ন ধরণের উন্নায়ন কাজে অংশ গ্রহণ করেন বাগেরহাট জেলা পুলিশ।