সাংবদিক মান্না আহমেদঃ কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া, ৭ মে, ২০২০।। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের স্বাবলম্বী করতে সহজ শর্তে কৃষকদের মাঝে কম্বাইন হারভেষ্টার ও রিপার মেশিন বিতরণ পরিকল্পনা হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ ৭ মে কুমারখালীতে কৃষকদের মাঝে অর্ধেক ভুর্তুকিতে উল্লেখিত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কুমারখালী কৃষি সাম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য কৃষি যন্ত্রপাতি সহায়তা প্রদান কার্যক্রমের আওতায় কম্বাইন হারভেষ্টার ও রিপার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস,কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহবুব আলম,কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন,মাসিক কৃষি কণ্ঠের সম্পাদক এম এ উল্লাস সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সাম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়,চলতি বছরে উপজেলায় ২ টি কম্বাইন হারভেষ্টার ও ৩ টি রিপার যন্ত্র বিতরণ করা হয়েছে।