বাংলাদেশ আওয়ামীলীগ এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ ধর্ম বিষয়ক উপকমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বাংলার টিভি ৭১ এর প্রধান উপদেষ্টা হয়েছেন।
বাংলার টিভি ৭১ এর ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ আব্দুর রহমান নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে, সমৃদ্ধির সহযাত্রী হয়ে দেশের উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বাংলার টিভি ৭১। এমন চমৎকার একটি প্রতিষ্ঠানে সম্পৃক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত।
খন্দকার গোলাম মওলা নকশেবন্দী বাংলার টিভি ৭১ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লায়ন খান মোঃ আকতারুজ্জামান (এমজেএফ) এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।