মোঃ রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে
+8801984910935
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মহোদয় মোঃ জাহিদুল ইসলাম স্যারের নির্দেশনায় ত্রান সামগ্রী বিতরণ করেছেন। অদ্য ০১-০৫-২০২০ মে রোজ শুক্রবার আনুমানিক রাত ৯ ঘটিকার সময় ও গরীব অসহায় ও দুস্ত মানুষের মাঝে উপহার তুলে দেয়। নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে বলে জনসাধারণ বলছেন। এলাকার দুস্ত ও গরীব লোকজন খুবই খুশি। সরজমিনে দেখা যায় ভিমরুল্লাহ, হাটকালুগঙ্জ ও নূরু নগর কলোনি ত্রান বিতরণ করেন। বেশ কিছু লোকজনের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করতে দেখা যায়।