৩০ এপ্রিল ২০২০। অপরাহ্ন
বৃহত্তর নোয়াখালী প্রতিনিধি :
বিগত ২৫ ২০২০ প্রকাশিত চৌমুহানী বাজারের কালীতলা রোডের দোকান কর্মচারী সেনবাগের বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে ৮ দিন অসুস্থ্য থেকে দোকানে কাজ করে তার পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং মারা যায় সেই সূত্র মতে ঐ দোকানের মৃত ব্যক্তির সহকর্মী লাকসামের বাসিন্দা দুই ভাই করোনায় আক্রান্ত হয়। এবং তাদেরকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
এরপর চৌরাস্তা এলাকার আপন নিবাসের বাসিন্দা চৌরাস্তার মোবাইল দোকানদার টিপু নামের এক যুবক করোনায় আক্রান্ত হয় বর্তমানে প্রশাসন তাকেও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। আতংকের বিষয় হচ্ছে টিপু বেশ কয়েক দিন যাবৎ শরীরে করোনা উপসর্গ নিয়ে মসজিদে জামায়াতের সহিত নামাজ আদায় সহ দোকান করে এবং অবাধে বাজারে যাতায়াত করেছে। তাই বিশেষ মহলের ধারণা চৌমুহানী ও চৌরাস্তা এলাকায় এখন অনেক লোকের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এবং চৌমুহানী ও চৌরাস্তা এলাকায় তথা বেগমগঞ্জ এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন এখনি দ্রুত ব্যবস্থা না নিলে এই এলাকায় যেকোন সময় করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করতে পারে।
মোঃ মহি উদ্দিন।
বৃহত্তর নোয়াখালী প্রতিনিধি।
বাংলার টিভি -৭১ পরিবার।
মোবাইল 01879747484.