নোয়াখালীর চৌমূহানী পৌরসভায় খালেদ সাইফুল্লা মেয়র নির্বাচিত।

নিউজ ডেস্ক।।
.
প্রশাসন চাইলে সব সম্ভব! ভোটার গন বুঝিয়ে দিলেন, নিরপেক্ষ ভোটের শক্তি কি?
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে সতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ মোবাইল প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন।
নবনির্বাচিত মেয়র খালেদ সাইফুল্লাহ সাহেব ২৪৮০ ভোট বেশি পেয়ে চৌমুহানি পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
তিনি স্থানীয় এমপি জনাব আলহাজ্ব মামুনুর রশিদ কিরনের বড় ভাই।
.

.
চুড়ান্ত ফলাফলে ২০ টি কেন্দ্রে জনাব খালেদ সাইফুল্লাহ্ মোবাইল প্রতীক পেয়েছেন মোট ১৩,৪১৭, ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্দী, জনাব আক্তার হোসেন ফয়সাল নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১০,৯৩৮, ভোট।
আর ধানের শীষ প্রতীক পেয়েছেন ৫,৫২৬, ভোট।
:-চুড়ান্ত ফলাফল-:
মোবাইল ১৩, ৪১৭
নৌকা ১০, ৯৩৮
ধানের শীষ ৫, ৫২৬
২ হাজার ৪৭৯ ভোটের ব্যবধানে মোবাইল জয়ী হয়েছেন।
************************************
এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে কাউন্সিলর প্রার্থী উটপাখি প্রতীকের আনোয়ার হোসেন জিতু এবং পাঞ্জাবি প্রতীকের মামুনুর রশিদের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। পুলিশ সদস্যসহ অন্তত ৩০জন আহত হয়েছেন বলে জানা গেছে।
.

.
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবিরের নেতৃত্বে অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশের চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি আনোয়ার হোসেন, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানের ফলাফল এখনো জানা যায়নি।