মির্জাগঞ্জে শ্রমিক দিবস উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের রেজি নং- খুলনা-৭৩৪ দোয়া মাহফিল।
মোঃ মাহমুদ হাসান, মির্জাগঞ্জ উপজেলা সংবাদদাতঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে তারিখ ০১ মে ২০২০ ইং শুক্রবার আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে আছর বাদ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে মির্জাগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (যাহার রেজি নং- খুলনা-৭৩৪) । উক্ত মিলাদ মাহফিলের সহয়তা করেন পটুয়াখালী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (যাহার রেজি নং- খুলনা-৭৩৪) সংগ্রামী সভাপতি জনাব স্বপন খন্দকার, বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ মাহবুব আলম (রনি মৃধা) উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুল ইসলাম আরও উপস্থিত ছিলেন সাধারন সম্পদক আসাদুস জামান (রঞ্জু), কোষাধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার ও সংগঠনের অন্যান্যে সদস্যরা । উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জহিরুল ইসলাম। আলোচনা সভায় মির্জাগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বলেন, আজ আন্তর্জাতিক মহান মে দিবস আজকের এই দিনে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজ পথে নেমে আন্দোলন করে এবং অনেক শ্রমিক পুলিশের গুলিতে নিহত হয়। আজ তাঁদের স্মরনেই এই দোয়ার আয়োজন করা হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণের কারনে দোয়া অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হয়। পরে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।