সখিনা বিবিসহ অনেকেই জানান, আমরা শুনছি পুলিশ তো মানুষেরে ধইরা নিয়া যায় কিন্তু তারা আমাদের বাড়িতে আইসা খাবার দিছে, এজন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
মানবতার ফেরিওয়ালা কলাপাড়া থানা পুলিশের দুই এসআই।
শতাধিক দু:স্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজেরাই পৌঁছে দিলো প্রতিটা পরিবারের জন্য এক সপ্তাহের খাবার। কলাপাডার পৌরসভার চিঙ্গারিযা, নাচনাপাডা, আখডাবাডী ও এতিমখানা সহ বিভিন্ন স্থানে।
এসআই সম্বিত ও এস আই সঞ্জয় জানান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের অনুমতিক্রমে আমাদের পুরো ১ মাসের বেতনের অর্থ দিয়ে খাদ্য সামগ্রী নিয়ে সাধারন অসহায় মানুষের পাশে দাঁডযিিেছ, দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটা মানুষের পাশে দাঁডানো প্রতিটি মানুষের কর্তব্য ও দায়িত্ব।
সমাজের বিত্তবান লোকেরা যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতো তাহলে মানুষ অভুক্ত, অনাহারে থাকতোনা। দুই এস আই আরো জানান, আমরা চেষ্টা করব যাতে করোণাভাইরাসের প্রভাবে, এই পরিস্থিতিতে আরও কিছু মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।
অনেকেই বলেন, পুলিশের এমন ভালো ভালো দৃষ্টান্তলো পাল্টে দিতে পারে সমাজের দৃষ্টিভঙ্গি।