Home / অর্থনীতি / সফলতার সাথে দ্বিতীয় বছরে পা রাখলো আইরিন খান ফাউন্ডেশন

সফলতার সাথে দ্বিতীয় বছরে পা রাখলো আইরিন খান ফাউন্ডেশন

“সফলতার সাথে দ্বিতীয় বছরে পা রাখলো আইরিন খান ফাউন্ডেশন “মানবতার কল্যাণে এবং মানব সেবায় নিয়োজিত আইরিন খান ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে দেশের এই বৈশ্বিক মহামারীতে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে ۔বর্তমানে দেশের এই ক্রান্তিলগ্নে আইরিন খান ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ বিভিন্ন জায়গায় জরুরী খাদ্য দ্রব্য সরবরাহ নগদ অর্থ প্রদান এবং তার অধীনস্থ সকল কর্মচারীদের পরিবারের দায়িত্বের ভার নেওয়া সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন ۔এই বিষয়ে জানতে চাইলে আইরিন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আইরিন খান জানান ছোটবেলা থেকেই পারিবারিকভাবে তার সামাজিক কর্মকান্ড গুলো দেখে শিখে বেড়ে ওঠা ۔নিজের এই কর্ম ব্যস্ত জীবনের ভিতর আমি সামাজিক কর্মকাণ্ড সাথে নিজেকে জড়িয়ে রাখতে চাই গরিব-দুঃখীদের মাঝে নিজেকে উৎসর্গ করতে চাই ۔সামাজিক অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই ۔এবং বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেকে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে গড়ে তুলতে চাই ۔নিজের যতটুকু সাধ্য আছে এটা দিয়ে গরিব-দুঃখীদের সেবা করে যাব ۔এছাড়াও তিনি বিত্তবানদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন সামাজের যারা বৃত্তশালী আছে তারাও যেন দেশের এই বৈশ্বিক মহামারীতে গরিব-দুঃখীদের মাঝে তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে ۔সারা বিশ্বে এক ধরনের নিরব যুদ্ধ চলছে এই যুদ্ধে আমাদের মনকে শক্ত রাখতে হবে বলে তিনি এ কথা জানিয়েছেন ۔একমাত্র মনোবল ই পারবে এই মহামারীর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এ কথা বলে তিনি দেশবাসীকে আইরিন খান ফাউন্ডেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন ۔

About admin

Check Also

সরকারি ছুটির মধ্যে লেনদেন চালু সম্ভব না

করোনাভাইরাসে দেশের সরকারি ছুটির সঙ্গে সঙ্গে শেয়ারবাজারও বন্ধ রয়েছে প্রায় ১ মাস। এছাড়া সরকারি ছুটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *