সবুজ বাহিনীর প্রধান ও একাধিক মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী মোঃ সবুজ(৩২) অস্ত্রসহ গ্রেফতার।

নিউজ ডেস্ক।।
.
পুলিশ সুপার, নোয়াখালীর নিদের্শনায় ও অফিসার ইনচার্জ মুহাম্মদ কামরুজ্জামান সিকদার, পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই রোবেল মিয়া, এসআই মাসুদ আলম পাটোয়ারী, এসআই ফিরোজ আহম্মদ, এসআই রাকিবুল হাসান, এসআই মীর হোসেন, এসআই জামাল হোসেন, এএসআই শামীম ভূইয়া, এএসআই জাহাঙ্গীর হোসেন, সঙ্গীয় ফোর্সসহ টিম বেগমগঞ্জ থানা এলাকায় গত ১৯/০২/২০২১খ্রিঃ তারিখ ব্যাপক অভিযান পরিচালনা করে।
১। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সবুজ বাহিনীর প্রধান, ৫ বছরের সাজা পরোয়ানভূক্ত আসামী এবং অস্ত্র, মাদক, অপহরন, চাঁদাবাজি, ডাকাতি সহ ৭টি মামলার পলাতক আসামী কুখ্যাত সন্ত্রাসী মোঃ সবুজ (৩২), পিতা-মৃত নুর ইসলাম @ নুরুল ইসলাম, সাং-কোয়ারিয়া, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে ১৯/০২/২০২১খ্রিঃ চন্দ্রগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার পূর্বক তাহার স্বীকারোক্তিমতে বেগমগঞ্জ থানাধীন ১নং আমানুল্লাহপুর ইউপিস্থ মোহাম্মদপুর সাকিনের জনৈক আমির হোসেন এর মালিকানাধীন ডোবার উত্তর পাড়ে কলা গাছের গোড়া হইতে ০১ (এক)টি দেশীয় পাইপগান ও ০১ (এক)টি কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীর বিরুদ্ধে এতসংক্রান্তে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৪০,তাং-১৯/০২/২০২১ইং, ধারা-১৮৭৮ সনের দি আর্মস এ্যাক্ট এর ১৯অ/ ১৯(ভ) রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন আছে।
২। অভিযানকালে এসআই জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী ১। সাহিনুর জামান(২৮), পিতা-মৃত সায়দুল হক, সাং-নাজিরনগর, ২। আব্দুল কাইয়ুম(২৬), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-কাবিলপুর, উভয় থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীদ্বয়কে চৌমুহনীর পৌরসভার গনিপুর রেল ক্রসিং হইতে ০৩(তিন) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেফতার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে এতসংক্রান্তে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৩৯,তাং-১৯/০২/২০২১ইং, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ২৪(ক) রুজু করা হয়েছে।
৩। অভিযানকালে এসআই মীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন(৩০), পিতা-মৃত আবুল কালাম বাদশা, সাং-রসুলপুর থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে জমিদারহাট এলাকা হইতে ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে এতসংক্রান্তে বেগমগঞ্জ মডেল থানার মামলা নং-৪১,তাং-১৯/০২/২০২১ইং, ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
৪। এছাড়াও এসআই ফিরোজ আহম্মদ সঙ্গীয় ফোর্সসহ পারিবারিক ডিগ্রীজারী-৯/১৭, এর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী দুলাল মিয়া এবং এএসআই জাহাঙ্গীর আলম ১টি ৫ বছরের সাজা পরোয়ানাভূক্ত আসামী সবুজকে গ্রেফতার করে। তাছাড়াও অফিসারগন ফোর্সসহ মোট-৮টি জিআর ও ১টি সিআর পরোয়ানা তামিল করেন।