মে ২২, ২০২০021
বিশেষ প্রতিনিধিঃ সাংবাদিক ঐক্যজোটের পক্ষ থেকে আজ শতাধীক ছিন্নমূল শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঐক্যজোটের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল, কমলাপুর, মালিবাগ, মুগদা, টিটিপাড়া বস্তি সহ নগরীর ভিবিন্ন জায়গায় ভাসমান দুস্থ অসহায় পরিবারের সন্তানদের মাঝে (ঈদ উল ফিতর (উপলক্ষে)এসব নতুন পোশাক বিতরণ করা হয়।
সাংবাদিক ঐক্যজোট সভাপতি শাহবাজ জামান এবং সাধারণ সম্পাদক লায়ন আব্দুর রহমানের উপস্থিতিতে দুস্থ অসহায় শতাধীক শিশুদের মাঝে শহরের ভিবিন্ন জায়গায় ঘুরে ঘুরে এসব নতুন পোশাক দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির অন্যতম সদস্য খান আকতার হোসেন।
করোনা মহামারীতে সাংবাদিক ঐক্যজোটের দেয়া ঈদের নতুন এই পোশাক শিশুদের মনকে বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করেন সাংবাদিক নেতারা।