সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলার টিভি ৭১ এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব লায়ন খান মোঃ আকতারুজ্জামান (এমজেএফ) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
লায়ন খান এক শোকবাণীতে বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা। তিনি জনগণের প্রিয় নেতা ছিলেন বলেই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যু বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। দেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নাম চির ভাস্বর হয়ে থাকবে।
তিনি আরও বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশের কল্যাণ ও জনগণের সেবায় কাজ করে গেছেন। তিনি আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করে গেলেন, তা বাংলাদেশের মানুষ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
আলহাজ্ব লায়ন খান মোঃ আকতারুজ্জামান (এমজেএফ) মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।